Ankita Bhandari: অঙ্কিতার মৃত্যুতে এলাকার মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন, দোষীরা শাস্তি পাবে: মুখ্যমন্ত্রী 

Updated : Oct 03, 2022 11:03
|
Editorji News Desk

দরিদ্র পরিবারের মেয়ে অঙ্কিতা ভাণ্ডারীর। দ্বাদশ শ্রেনীর পরীক্ষার পর সংসারের হাল ধরতে চেয়েছিলেন তিনি। নিজের ক্যারিয়ার নিয়েও অনেক পরিকল্পনা ছিল তাঁর। আর নিজের স্বপ্ন সফল করতেই বিজেপি নেতার ছেলের রিসর্টে রিসেপশনিস্টের কাজ করতেন তিনি।  এমনটাই জানিয়েছেন তাঁর স্কুলের এক বন্ধু। 

তাঁর কথায়, ''নিজের ভবিষ্যৎ নিয়ে উৎসাহী ছিল অঙ্কিতা। পরিবারের পাশে দাঁড়াতে চাকরিও খুঁজে নিয়েছিল। আমরা পৌড়ি এলাকার বাসিন্দা। কাজের সন্ধানে আমাদের বেরোতে হয়। এখানকার বাসিন্দারা অত্যন্ত সহজ-সরল। অঙ্কিতাও তেমনই ছিল। কথা বলত না তেমন। নিজের কাজেই মগ্ন থাকত।'' অঙ্কিতার এমন ভয়াবহ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর ঘনিষ্ঠ মহল। 

আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাকি মহিলারাও। রবিবার অঙ্কিতার শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯ বছরের অঙ্কিতা ভাণ্ডারী খুনে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল গোটা উত্তারাখণ্ড। মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী বলেছেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। দোষীরা শাস্তি পাবে। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না ওই এলাকার মহিলাদের। এই ঘটনার পর তাঁদের একটাই প্রশ্ন, 'এই ধরনের ঘটনা ঘটলে আমরা কীভাবে বাইরে কাজ করতে যাব?'

পুলিশ জানিয়েছে,বিজেপি নেতার ছেলে পুলকিত আর্যর রিসর্টে রিসেপশনিস্টের কাজ করতেন অঙ্কিতা। ঘটনার দিন রিসর্টে আসে পুলকিতের দুই বন্ধু সৌরভ ও অঙ্কিত। তাদের 'স্পেশাল সার্ভিস' দেওয়ার জন্য জোরাজুরি করে পুলকিত। গত ১৮ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ তরুণীকে নিয়ে হৃষিকেশের দিকে যায় তারা। রাতে সাড়ে ১০টা নাগাদ তারা ফের রিসর্টে ফিরে আসেন। রিসর্টের নিরাপত্তারক্ষী পুলিশকে জানিয়েছেন, ফেরার সময় ওই তরুণীকে তাদের সঙ্গে দেখা যায়নি।

পুলিশের অনুমান রিসর্ট মালিক আর্য কুপ্রস্তাব দেয় অঙ্কিতাকে। তার পরই কাঁদতে কাঁদতে ফোন করে এক সহকর্মীকে তা জানান অঙ্কিতা। এরপরই খুন করা হয় অঙ্কিতাকে। এরপর একটি খালের ধারে নিয়ে গিয়ে তাকে প্রথমে মারধর করা হয়। তারপর খালের জলে ছুড়ে ফেলে দেয় তিন অভিযুক্ত।

Uttarakhand Chief MinisterUttarakhandAnkita Bhandari Murder Case

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে