বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির পরবর্তী বৈঠক হবে বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন NCP প্রধান শরদ পাওয়ার। আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই তাঁর দাবি। পাশাপাশি বৈঠকের দিনও পরিবর্তন করা হয়েছে। ১৩ ও ১৪ জুলাই ওই বৈঠক হবে।
গত ২৩ জুন পটনায় বিরোধী দলগুলির বৈঠক শেষে মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন পরের বৈঠক হবে শিমলায়। এবং সূত্রের খবর সেসময় ১২ জুলাই বৈঠকের দিন স্থির হয়েছিল।
পটনার বৈঠক শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা-নেত্রীরা। কিন্তু ব্যতিক্রমী ছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমনকি, আগামী বৈঠকও তারা বয়কট করবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার শরদ পাওয়ার সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি দাবি করেন, বিরোধী ঐক্যের আঁচ পেয়ে শঙ্কিত প্রধানমন্ত্রী। তাই ভোপালের বিজেপির কর্মসূচি থেকে বিরোধী নেতাদের নিশানা করেছেন তিনি।