দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ সামান্য জ্বর, সর্দি কাশি হলেই মুঠো অ্যাএন্টিবায়োটিক খাওয়ার প্রবণতা দেখা যায়। এবার কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র৷
নির্দেশিকায় বলা হয়েছে, জ্বর হলেই অ্যাএন্টিবায়োটিক খাওয়া চলবে না৷ ব্যাকটেরিয়াজাত সংক্রমণের সম্ভাবনা আছে বলে যদি চিকিৎসক মনে করেন, তবেই খাওয়া যাবে। অনেকে ক্ষেত্রেই অন্য রোগও বাসা বাঁধছে কোভিডের পাশাপাশি। তাই নিজেদের ইচ্ছেমতো ওষুধ খাওয়ায় হিতে বিপরীত হতে পারে৷ তবে এবার ভাইরাসের প্রভাব রোগীর শরীরে অনেকটাই কম। মৃত্যুর সংখ্যাও হ্রাস পেয়েছে।