গরুপাচার মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার তাঁকে তিহাড় জেল থেকে ছাড়া হচ্ছে। অর্থাৎ পুজোর আগে বীরভূমে ফিরছেন কেষ্ট। শুক্রবার গরুপাচার নিয়ে ইডির মামলায় জামিন দেওয়া হয়েছে তাঁকে। এর আগে সিবিআইয়ের মামলাতেও শর্তাসাপেক্ষে অনুব্রত জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। অতি সম্প্রতি জেলমুক্তি হয়েছে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের। তাঁকেও গরুপাচার তদন্তে গ্রেফতার করেছিল ইডি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রতর জামিন মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন মঞ্জুর করে দিল্লি আদালত। ২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দীর্ঘ তল্লাশির পর তাঁকে প্রথম গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
এই বছরের ৩০ জুলাই এই মামলায় প্রথম ধাক্কা খায় সিবিআই । গরুপাচার মামলায় প্রথমবার সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত। কিন্তু তাঁর জেলমুক্তি হয়নি। কারণ, এই একই মামলায় ইডি তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা চালাছিল। সেই মামলাতেও এদিন অনুব্রতকে আটকাতে পারল না কেন্দ্রীয় সংস্থা।
গত লোকসভা ভোটে বীরভূমে প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দানে কেষ্টর না থাকা তাঁকে ভাবিয়ে ছিল বলেই দাবি করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচার মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীর দাবি ছিল, আদালত যেদিন অনুব্রতকে জামিন দেবে, সেদিন তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে তিহাড় থেকে এখন অনুব্রতর মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁরা।