দেশজোড়া প্রবল অসন্তোষের আঁচ পেতেই এবার গরুকে আলিঙ্গনের সিদ্ধান্ত নির্দেশিকা প্রত্যাহার করল কেন্দ্র। শুক্রবার ভারতীয় পশু কল্যাণ পরিষদ এই নির্দেশিকা প্রত্যাহার করে বলেই খবর। গত ৮ ফেব্রুয়ারি এই কেন্দ্রীয় সংস্থা এই 'বিতর্কিত' নির্দেশিকা জারি করে। ১৪ ফেব্রুয়ারি বা 'ভ্যালেন্টাইন্স ডে'-এর দিন ‘গো-আলিঙ্গন দিবস’ (Cow Hug Day) হিসাবে পালনের অনুরোধ করা হয়। এই ঘটনার খবর পেতেই দেশজুড়ে প্রবল আলোড়ন পড়ে যায়। অবশেষে বাধ্য হয়েই তিনদিনের মাথায় এই নির্দেশিকা প্রত্যাহার করে কেন্দ্র।
পশু কল্যাণ পরিষদ কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রকের অধীন। কেন্দ্রীয় সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, "গরু হল ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। গরু মায়ের মতো। গরু মানবতাকে সমৃদ্ধ করে।" পশ্চিমী সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্ত হতে বসেছে। এই পরিস্থিতে গরুকে আলিঙ্গন করলে মানসিক সমৃদ্ধি আসবে, এমনই যুক্তি দিয়েছিল ওই কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন- TET 2023: ফলপ্রকাশের পরই বড় ঘোষণা, এই বছরেও প্রক্রিয়া মেনে হতে পারে টেট, জানালেন পর্ষদ সভাপতি