ভারতে কাজ করছে না টুইটার (Twitter Down)। বিভিন্ন রাজ্য থেকে ব্যবহারকারীদের অভিযোগ, তাঁদের মোবাইলে টুইটার খুলছেই না। খুললেও রিফ্রেশ করা যাচ্ছে না। রবিবার সন্ধে ৭টা থেকে এই সমস্যা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও টুইটারের পক্ষ থেকে এই নিয়ে কিছু জানানো হয়নি।
রবিবার সন্ধে ৭টার পর থেকেই সমস্যার শুরু। কেউ জানান, টুইটার খুললে সাদা স্ক্রিন হয়ে আছে। কেউ জানান, নতুন টুইট দেখা যাচ্ছে না। শেষবার যে সব টুইট দেখা হয়েছে, সেগুলোই বারবার দেখানো হচ্ছে। আবার অনেকে জানান, ভিপিএন কানেকশনে টুইটার কাজ করছে না। পরে জানা যায়, মূলত অ্যান্ড্রয়েড ফোনেই টুইটারে সমস্যা হচ্ছে। এই ঘটনার আগেই রবিবার একটি টুইট করেন টুইটার কর্তা এলন মাস্ক। জানান, রবিবার বট-রা কাজের প্রস্তুতি নিচ্ছে। সেই জন্যই কোনও সমস্যা কিনা, তা জানা যায়নি।
আরও পড়ুন: 'ফোন এলে জানানো উচিত ছিল', টেট সম্পন্ন হওয়ার পর বিরোধীদের কটাক্ষ ব্রাত্য বসুর
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছিল। কয়েকদিনের তফাতে আচমকাই থমকে যায় দুই সোশ্যাল মিডিয়া সাইট।