আবারও দুর্ঘটনা ঘটল ভারতীয় সেনার কপ্টারে। এবার উত্তর কাশ্মীরের (North Kashmir) গুরেজ সেক্টরের (Gurez Sector)কাছে বরায়ুম (Baraum) অঞ্চলে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) একটি চিতা হেলিকপ্টার (Cheetah helicopter)। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। যেহেতু ওই অঞ্চলটি এখন বরফে ঢাকা। ফলে উদ্ধারকার্যে সমস্যায় পড়ছে সেনা (Indian Army)।
আরও পড়ুন: Abhishek Banerjee: গোয়ায় মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল, জানালেন অভিষেক
জানা গিয়েছে, যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেটির চালক ও সহকারী চালক নিরাপদেই বেরিয়ে আসতে পেরেছেন।
সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোলের কাছেই দুর্ঘটনা ঘটেছে।
এখনও পর্যন্ত জানা গিয়েছে, হেলিকপ্টারটি অবতরণ করতে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি অবতরণ করতে পারেনি। তার বদলে অন্যদিকে চলে যায়।