কেরলের ত্রিশূর জেলার পেরিনজানাম এলাকার একটি রেস্তোরাঁর বিরিয়ানি খেয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। একই ঘটনায় ডায়রিয়া এবং বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৮ জন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
Sandeshkhali: নোনা জলে মাছের ভেড়ি ! ক্ষতি করেছে সন্দেশখালির বাঁধের, অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে
পুলিশ সূত্রে খবর, ৫৬ বছর বয়সী মৃত মহিলার নাম উজ়াইবা। কুটিলাক্কাদাও এলাকার ওই বাসিন্দা মৃত্যুতে, পরিবারের অভিযোগ বিরিয়ানি খাওয়ার পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। বমি এবং বিরাট পেটে যন্ত্রণা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি। এরপর হাসপাতালেই তাঁর মৃত্যু হয় বলে খবর। তাঁর দুই আত্মীয়রও অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনায় রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দেড় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়ায়।