প্রথমে ইডি, তারপর সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হয়ে তিহাড় থেকে রেহাই পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সবাইকে একপ্রকার চমকে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছার কথা জানালেন আপ নেতা। তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা পরে তিনি পদত্যাগ করছেন। কেজরির এই ঘোষণার পরেই বিজেপির প্রশ্ন, আজ কেন নয় ?
সম্প্রতি ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রায় ১১ বছর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ফের খাঁচায় বন্দি তোতা বলে কটাক্ষ করেছিলেন বিচারপতি। কেজরি জামিন দিলেও তাঁকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে কাজ করলেও আদালতে নির্দেশে সরকারি কোনও ফাইলে আপতত সই করার কোনও ক্ষমতা নেই তাঁর। যেতে পারবেন না মুখ্যমন্ত্রীর দফতরে।
সেই কারণেরই কী এই পদত্যাগের ইচ্ছা প্রকাশ ? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও, তিনি জানিয়েছেন, আগামী দু দিন পরেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন। আগামী কয়েক মাস পরেই দিল্লিতে হবে বিধানসভার ভোট। ওই ভোটে জনতার রায়ে ফের নিজেকে প্রমাণ করতে চান বলেই দাবি করেছেন আপ নেতা। মানুষ যে দিন চাইবে, সে দিনই তিনি আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন বলেও দাবি কেজরির।
এই বছরের ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। দুই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হলেও, মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেননি কেজরি। ফলে তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতারের পরেও কাজ চালিয়ে গিয়েছেন। এই বছর লোকসভা ভোটের আগে প্যারোলে মুক্তি পেয়েছিলেন আপ নেতা। প্রচার করেছিলেন লোকসভা ভোটের। পরে ফের আদালতে আত্মসমর্পণ করেছিলেন।