কেজরিওয়ালের কংগ্রেস-বিজেপিহীন জোট কৌশলে ধাক্কা। দিল্লির মুখ্যমন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণ নাকচ সাত বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীর। গত ১৮ মার্চ নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে আপ প্রধান চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু তাঁর সেই ডাকে সাড়া মেলেনি বলেই খবর। এই সাত রাজ্যের ‘প্রগতিশীল' মুখ্যমন্ত্রীদের ঐক্যবদ্ধ করে আপের নেতৃত্বে 'তৃতীয় ফ্রন্ট' গড়ার রণকৌশল কার্যত খারিজ করে দেন ওই মুখ্যমন্ত্রীরাই।
জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ আপ প্রধানের ডাকে সাড়া দিয়েও শেষ মুহূর্তে হাজির হতে পারেননি। অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগেই আপ প্রধানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন বলে খবর।
আরও পড়ুন- Mamata Banerjee: তৃতীয় মোর্চার সলতে পাকানো শুরু? মঙ্গলবার দু'দিনের ওড়িশা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে, কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ও জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। এই বিষয়ে কালীঘাটে অখিলেশ যাদবের সঙ্গে একপ্রস্থ আলোচনার পর মঙ্গলবার দু'দিনের সফরে ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও বৈঠকে কথা রয়েছে তাঁর।