আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজত অরবিন্দ কেজরিওয়ালের । দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, সোমবারই ইডি হেফাজত শেষ হয় আপ নেতার । এদিন, তাঁকে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় । সেখানেই আদালত জানায়, ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হচ্ছে কেজরিওয়ালকে । ফলে ভোটের আগে অস্বস্তি আরও বাড়ল কেজরিওয়ালের ।
কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়েছে, কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । তাই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, তিহাড় জেলে পাঠানো হবে কেজরিওয়ালকে । তবে তার আগে স্ত্রী সুনীতা এবং দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করতে পারবেন । তবে, জেলে যাওয়ার আগে তিনটি বইয়ের আবদার করেছেন কেজরিওয়াল । সেগুলি হল ভগবদ্গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই ।