রাজস্থানের ঝাঁঝরে আজ শুধুই আনন্দ, খুশির মেজাজ । চলছে সেলিব্রেশন । এশিয়ান গেমসে (Asian Games 2023) ঘরের মেয়ে পলক গুলিয়া দেশকে গর্বিত করেছে । সোনা-রুপোয় মুড়েছে ভারতকে । সেই উপলক্ষে ঝাঁঝরের রাস্তায় মিষ্টি বিতরণ করলেন পলকের (Palak Gulia) পরিবার ।
এশিয়ান গেমসের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপো জিতেছেন পলক গুলিয়া । আর দেশের হয়ে একই বিভাগে ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছেন তিনি । রাজস্থানের ঝাঁঝরে তাঁর বাড়ি । মেয়ের সাফল্যের খবর বাড়িতে পৌঁছতেই সেখানে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন । পলকের বাড়ির সামনে বাজি ফাটছে । পাড়া, প্রতিবেশী থেকে পথচারী...সবাইকে মিষ্টি বিতরণ করছেন তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনরা । সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ।
আরও পড়ুন, Asian Games 2023 : শুক্রবার ভারতের দ্বিতীয় সোনা, শুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টে এল রুপোও
উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতকে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে প্রথম পদক এনে দিয়েছিলেন পলক । সঙ্গে ছিলেন এষা ও দিব্যা । পরে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন তিনি । আর রুপো জেতেন এষা সিং ।