বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই পুজোতে অনুদানের সিদ্ধান্ত অসমের হিমন্ত বিশ্বশর্মার সরকারের। দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেবে এবার বিজেপি সরকার।
জানা গিয়েছে, মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের মোট ৬,৯৫৩টি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রসঙ্গে অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া জানিয়েছেন, 'মন্ত্রিসভার সম্মতিতে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী।'
আরও পড়ুন - পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৪ শতাংশ DA বৃদ্ধি কেন্দ্রের
তিনি জানিয়েছেন, দুর্গা পুজোর অনুদান ছাড়াও আগামী ২৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, পাঁচ দিন, পাঁচ রাত নির্দিষ্ট একটি করে গ্রামে থাকবেন রাজ্যের মন্ত্রীরা। তার পর মোট ৪০০টি নতুন বিদ্যালয় তৈরির শিলান্যাস করা হবে। এছাড়াও পুরানো স্কুল বিল্ডিংয়ের সংস্কারের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।