বিতর্কিত AFSPA আইন সম্পূর্ণ প্রত্যাহার করতে পারে অসম। সোমবার এমনই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী নভেম্বরে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে অসমের ৮ জেলা এই AFSPA আইনের অন্তর্ভূক্ত। সশস্ত্র সেনাবাহিনী এই এলাকায় বিনা বাধায় যে কোনও কার্যকলাপ করতে পারে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার জানান, এই আইন প্রত্যাহার করে পুলিশের হাতে দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে অসম পুলিশের কর্মীদের অবসরপ্রাপ্ত সেনাদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৯৯০ সালে অসমে AFSPA আইন লাগু করা হয়। এরপর থেকে প্রত্যেক ৬ মাসে আইনের মেয়াদ বাড়ানো হয়। এই আইন নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু এই আইন রদ করেনি কোনও সরকার।