শ্রদ্ধা ওয়ালকার, নিক্কি যাদবের ঘটনার আঁচ নিভতে না নিভতেই ফের নারকীয় খুনের ঘটনা। খুনের ধরন সেই একই। এবার স্বামী, শাশুড়িকে খুন করে দেহ টুকরো টুকরো ফ্রিজে রাখার অভিযোগে গ্রেফতার অসমের এক মহিলা। পরে আফতাবের কৌশল ধার করেই সেই দেহ মেঘালয়ের জঙ্গলে ফেলে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। রবিবার সেই দেহাংশ উদ্ধার করে পুলিশ।
Rahul-Priyanka :বরফে মোড়া উপত্যকায় ভাই-বোনের স্নো-মোবাইল রাইডিং, রাহুল-প্রিয়াঙ্কার ভিডিও দেখেছেন ?
ধৃত মহিলার নাম বন্দনা কলিতা, তাঁর সঙ্গেই গ্রেফতার হন ধনজিৎ ডেকা নামের একজন যুবক। জানা যাচ্ছে, ওই যুবকের সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক ছিল মহিলার, তার জেরেই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের পর স্বামী এবং শাশুড়ির নামে নিজেই নুনমাটি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন বন্দনা। কিন্তু সেই তদন্তে কিছুই মেলেনি।