মেয়ের বিয়ের আয়োজন চলছিল স্থানীয় এক লজে। বাড়িতে তৈরি হচ্ছিলেন মা, মাসি-সহ বাকি আত্মীয়রা। বিয়ে বাড়ির হইচই-আনন্দ ক্রমেই বদলে গেল বিষাদে। ধানবাদের (Dhanbad) বহুতলের আগুন (Dhanbad Fire) লেগে ঝলসে মারা গেলেন কনের মা, মাসি, দাদু, ঠাকুমা-সহ ১৪ জন। যদিও এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানানো হয়নি লজে বিয়ের আসরে থাকা কনে স্বাতীকে। কিছুই জানানো হয়নি বর সৌরভকেও। কোনও মতে সেরে ফেলা হয়েছে বিয়ের আয়োজন। স্বাতী শুধু জানেন, আগুনে জখম হয়ে হাসপাতালে ভর্তি তাঁর মা মালা শ্রীবাস্তব। গোটা ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার রাতে শক্তিমন্দির এলাকায় একটি বহুতলের বাসিন্দা সুবোধলাল শ্রীবাস্তবের মেয়ে স্বাতীর বিয়ের আসর বসেছিল। পাত্র গিরিডির বাসিন্দা রাজেন্দ্রলাল শ্রীবাস্তবের ছেলে সৌরভ। স্থানীয় একটি লজে বিয়ের আয়োজন করা হয়েছিল। পরিবারের মহিলারা শক্তিমন্দিরের ওই বহুতলে সাজগোজ করে তৈরি হচ্ছিলেন।
আরও পড়ুন- ধানবাদের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই সময়ে আবাসনের দ্বিতীয় তলার বাসিন্দা পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ফ্ল্যাটে সেই সময় ছিলেন স্বাতীর মা, মাসি, দাদু, ঠাকুমা-সহ ১৪ জন। আগুনে ঝলসে যান। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ১০ মহিলা, ৩ শিশু এবং এক বৃদ্ধের। তাঁদের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের আত্মীয়রাও রয়েছেন।