বিহারে বাজ পড়ার ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু। শনিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বিহারে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে,আট জেলায় এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়েছে সরকার।
দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। গত শনিবার প্রায় সারাদিন এই দুর্যোগ চলে বিহারে। টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, ভাগলপুর, বৈশালীত, খাগাড়িয়া, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গের ও বাঙ্কা এই আট জেলাকে মিলিয়ে রাজ্যে বাজ পড়ে ১৭ জন মারা গিয়েছে। তাদের প্রতিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন নীতীশ।
ফি বছর বর্ষার শুরুতে বিহারে বাজ পড়ে সাধারণ মানুষের মৃত্যু হয়। অভিযোগ, বাজ পড়া রুখতে বা তার থেকে সর্তক করতে বিহারের আবহাওয়া দফতরের কাছে নতুন কোনও প্রযুক্তি নেই। বরং তারা আগের পদ্ধতিতেই এখন কাজ চালিয়ে আসছে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিহারের আবহাওয়া দফতরের দাবি, দিল্লির মৌসম ভবনের সঙ্গে সমন্বয় মেনেই তারা কাজ করে। রাজ্যে বর্ষা ঢুকেছে, তারা অনেক আগেই জানিয়েছে।