অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু। গুরুতর আহত বেশ কয়েক জন। বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর আগেই কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য প্রবল হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারই জেরে পদপিষ্ট হন অনেকে। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ATK Mohun Bagan: হুগো বুমো ও পেত্রাতোসের গোল, এফসি গোয়াকে ঘরের মাঠে হারাল সবুজ-মেরুন
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেছেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু।