ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! তার সঙ্গে এই কথাটিও বারবার বলা হয় যে, ইতিহাসের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
১১ অগাস্ট, বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯০৮ সালে ১১ অগাস্ট ফাঁসি হয়েছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর। ১৮৮৯-র ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। মেদিনীপুর জেলার এক অখ্যাত গ্রাম হবিবপুরে জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসু। ছোটবেলা থেকেই নিজের সর্বস্ব নিবেদন করেছেন দেশের মঙ্গল কামনায়।
১৯৬১ সালের ১১ অগাস্ট ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল দাদরা নগর হাভেলি।
২০০৪ সালের ১১ অগাস্ট ভারত এবং পাকিস্তান এক দেশ আরেক দেশের সঙ্গে দুই দেশের 'ওয়ান্টেড অপরাধী'-দের তালিকার আদানপ্রদান করেছিল। যা, স্বাধীনতার পর এই দুই দেশের দৌত্যের ইতিহাসের ক্ষেত্রেও অতি গুরুত্বপূর্ণ পদক?ষেপ বলে বিবেচিত হয়েছিল সেই সময়।