ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! তার সঙ্গে এই কথাটিও বারবার বলা হয় যে, ইতিহাসের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
১২ অগাস্ট তারিখটি ভারতের মহাকাশবিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯১৯ সালের ১২ অগাস্ট ভারতীয় মহাকাশ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বৈজ্ঞানিক বিক্রম সারাভাই গুজরাতের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন: ক্ষুদিরামের ফাঁসি, দাদরা নগর হাভেলির অন্তর্ভুক্তি, ইতিহাসের চোখে ১১ অগাস্ট
এই তারিখের আরও একটি গুরুত্ব রয়েছে। ভারতের ব্রিটিশ শাসনের শুরুর দিনগুলোতে ১৭৬৫ সালের ১২ অগাস্ট মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের কাছ থেকে এলাহাবাদ সন্ধির মাধ্যমে ভারতবর্ষের রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১৯৮১ সালের ১২ অগাস্ট তারিখে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম প্রথম আধুনিক পার্সোনাল কম্পিউটার বাজারে নিয়ে আসে। সেই সময় ওই কম্পিউটারের দাম ছিল তৎকালীন আমেরিকান মুদ্রায় ১৬০০ ডলার বা ১ লক্ষ ১০ হাজার টাকা!