ইতিহাসের চোখে ১৮ অগাস্ট। সরকারি নথিতে ১৯৪৫ সালের ১৮ অগাস্টকে নেতাজি সভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) প্রয়াণদিবস হিসেবে ধরা হয়। তবে, নেতাজির মৃত্যু নিজেই একটি রহস্য। তাঁর মৃত্যু সম্পর্কিত কোনও প্রমাণ জনসমক্ষে পাওয়া যায়নি। সরকারী নথি অনুসারে, তিনি ১৯৪৫ সালের ১৮ অগাস্ট জাপান (Japan) যাওয়ার পথে তাইহোকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। কিন্তু, তাঁর মৃতদেহ পাওয়া যায়নি কখনও।
আরও পড়ুন: র্যাডক্লিফের বিভাজন রেখা থেকে ফেল্পসের বিশ্বরেকর্ড,ইতিহাসের চোখে ১৭ অগাস্ট
বিজ্ঞানের প্রেক্ষাপটেও আজ একটি মহান আবিষ্কারের দিন। আজকের দিনে অর্থাৎ ১৮৬৮ সালের ১৮ আগস্ট ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও বিজ্ঞানী পিয়ের জ্যানসেন এবং নর্মান লকিয়ার হিলিয়াম (Helium) আবিষ্কার করেন। এটি একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাধীন গ্যাস যা সমতলে হাইড্রোজেনের জায়গায় ব্যবহৃত হয়।
টেস্ট ক্রিকেটের ইতিহাসেও (Test cricket) ১৮ অগাস্ট একটি বিশেষ দিন। ১৮ আগস্ট, ২০০০ তারিখে, লর্ডস গ্রাউন্ডে একটি টেস্ট ম্যাচ খেলা হয়েছিল, যাকে ক্রিকেটের মক্কা বলা হত, যা দুই দিনে শেষ হয়েছিল। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট ম্যাচের প্রথম দিনে ৯ উইকেট পড়েছিল এবং দ্বিতীয় দিনে ৩১টি উইকেট পড়েছিল। এই ম্যাচে ইংল্যান্ড জেতে ২ উইকেটে।