আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তিন দিনের গোয়া সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। মঙ্গলবারই তিনি গোয়ায় (Goa) পৌঁছে গিয়েছেন।
সামনেই বিধানসভা নির্বাচন গোয়ায়। তার আগে তৃণমূলের (TMC) রণকৌশল চূড়ান্ত করতে তাঁর এই সফর। বুধবার বেশ কয়েকটি কর্মসূচি এবং বৈঠকের কথা রয়েছে অভিষেকের। সকাল ১১টা নাগাদ তিনি যান সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে। তার পর বিকেল ৫টা নাগাদ কানকোনার একটি মঠ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এর পাশাপাশি বেশ কিছু দলীয় বৈঠকও করতে পারেন তিনি।
Mamata Banerjee: রাজ্যের পড়ুয়াদের খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা মমতার?