নজরে বিধানসভা নির্বাচন। আজ, রবিবার ফের ত্রিপুরা (Tripura) সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। সেখানে তিনি এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন। এমন ঘটনা অভিষেকের রাজনৈতিক জীবনে প্রথমবার। এবারের আগরতলা (Agartala) পুরসভা নির্বাচনে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছেন তাঁদের বাড়িতেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটপ্রচারে এসে দলীয় কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজ করতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একই পথে হাঁটছেন অভিষেকও।
আরও পড়ুন:
ত্রিপুরায় গিয়ে সেখানে চতুরদশা দেবতা মন্দিরে পুজো দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখান থেকে দলীয় কর্মী অনির্বাণ সরকারের বাড়িতে যাবেন অভিষেক। সেখানেই মধ্যহ্নভোজে সারবেন।
সোমবার দলের রাজ্য স্টিয়ারিং কমিটির নেতৃত্ব এবং সদস্যদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। সোমবার বিকেলে ত্রিপুরা থেকে দিল্লি যাওয়ার কথা তাঁর।