রামনবমীর তিথিতে অয্যোধ্যার রামের মূর্তির কপালে নীল রঙা তিলক এঁকে দিল সূর্য। মন্দিরের উপচে পড়া ভিড় সাক্ষী রইল এই মাহেন্দ্রক্ষণের। বুধবার রামনবমী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। যে ঘটনাকে 'সূর্যতিলক' বলেই আখ্যা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
কিন্তু কী ভাবে সম্ভব হল এই অনন্য ঘটনা?
জানা গিয়েছে, দশজন ভারতীয় বিজ্ঞানী মিলিয়ে একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। আয়না এবং লেন্স ব্যবহার করে তৈরি এই যন্ত্র মন্দিরের মাথায় এমন ভাবে বসানো হয়েছে, যাতে সূর্যরশ্মি ওই যন্ত্রের মাধ্যমে বিচ্ছুরিত হয়ে বিগ্রহের কপালে 'সূর্যতিলক' এঁকে দিতে পারে।
আরও পড়ুন - রাম নবমীতে উৎসবের ছবি অযোধ্যায়, বিশেষ পুজোর আয়োজন
এই বিশেষ ব্যবস্থার মাধ্যমেই দুপুর ১২টা নাগাদ কয়েক মিনিটের জন্য সূর্যের রশ্মি সরাসরি এসে পড়ে বিগ্রহের কপালে। ৫.৮ সেন্টিমিটার আলোর এই রশ্মিই বিগ্রহের কপালে এঁকে দিয়েছে নীল রঙা সূর্যতিলক।