তাঁর হ্যাটট্রিকে ডায়মন্ড ম্যাচে ছিটকে গিয়েছিল মোহনবাগান। কিন্তু রাজনীতির মাঠে সেই হ্যাটট্রিক যেন বুমেরাং তাঁর জীবনে। অবশেষে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক এবং হামরো সিকিম পার্টির নেতা ভাইচুং ভুটিয়া। রাজনীতি তাঁর জন্য নয়। অবশেষে উপলব্ধি ভারতীয় ফুটবলের একমাত্র আইকনের।
লোকসভা ভোটের আগে তৃণমূল সাংসদ দেব দাবি করেছিলেন, তিনি রাজনীতিকে ছাড়তে চাইলেও, রাজনীতি তাঁকে ছাড়ছে না। কিন্তু ঠিক উল্টো ঘটনা ভাইচুংয়ের জীবনে। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে লোকসভায় ভোটে দার্জিলিঙ কেন্দ্র থেকে প্রার্থী হন ভাইচুং। এরপর তৃণমূলের টিকিটে শিলিগুড়ি কেন্দ্র থেকে বিধানসভায় প্রার্থী হয়েছিল। হার ছাড়া আর কিছু জোটেনি।
পরবর্তী সময়ে তৃণমূল ছেড়ে তৈরি করেছিলেন হামরো সিকিম পার্টি। সম্প্রতি সিকিমের নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন ভাইচুং। সেই নির্বাচনেও পরাজিত হয়েছেন। অন্তপর হাল ছেড়ে এবার রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।