কর্ণাটকে নির্বাচনী ইস্তাহারে বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। তার জেরে মধ্যপ্রদেশের জব্বলপুরে কংগ্রেস দফতরে ভাঙচুর করলেন বজরং দলের কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরের পর জব্বলপুরের বলদেব নগরে কংগ্রেসের স্থানীয় কার্যালয়ে চড়াও হন বজরং দলের কর্মীরা। প্রায় ২০০ জন জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা করেন বলে অভিযোগ। অফিসটি ভাঙচুর করা হয়। আশেপাশের দোকানও ভাঙচুর করা হয়েছিল।
ভাঙচুরের সময় এলাকায় পুলিশের দেখা মেলেনি। বজরং দলের ৬ সদস্য সহ ২০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ভাঙচুরের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখনও কেউ গ্রেফতার হননি।