ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছলেন কুস্তিগীর বজরং পুনিয়া । মঙ্গলবার মধ্যরাতেই টুইট করে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, কুস্তিগীরদের সঙ্গে সরকার আলোচনায় বসতে চায় । সেইসঙ্গে জানান, আন্দোলনকারী কুস্তিগীরদের ফের আমন্ত্রণ জানিয়েছেন তিনি । সেই আমন্ত্রণের ভিত্তিতেই আলোচনার জন্য এদিন সকালেই অনুরাগ ঠাকুরের বাসভবনে পৌঁছে গিয়েছেন কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম নেতা বজরং পুনিয়া । সূত্রের খবর, অমিত শাহও নিজে ফোন করে দ্বিতীয় রাউন্ড বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কুস্তিগীরদের ।
মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে একটি টুইট করেন অনুরাগ ঠাকুর । সেখানে লেখেন, 'কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক সরকার। আলোচনার জন্য কুস্তিগিরদের কাছে আবার আমন্ত্রণ পাঠিয়েছি ।' উল্লেখ্য,শনিবারই অমিত শাহের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয় অমিত শাহের সঙ্গে । বৈঠকে তাঁরা ব্রিজভূষকে গ্রেফতারের দাবি জানায় । বজরং পুনিয়া জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত চলছে জানিয়ে তাঁদের আশ্বাস দিয়েছেন অমিত শাহ ।