পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন কুস্তিগীর বজরং পুনিয়া। শুক্রবার বিকেলে ওই পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে ফিরিয়ে দিতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় ওই কুস্তিগীরকে। কার্তব্য পথে তাঁকে আটকায় দিল্লি পুলিশ। তারপর রাস্তার ধারে একটি কাগজের উপর পদ্মশ্রী মেডেল রেখে দেন বজরং।
এবিষয়ে বজরং পুনিয়ে জানান, তিনি কোনও রকম অ্য়াপয়েনমেন্ট ছাড়াই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর পথ আটকায় দিল্লি পুলিশ। এবং সেকারণেই তিনি রাস্তার ধারে মেডেল রেখে দেন।
বৃহস্পতিবার কুস্তি ফেডারেশনের নির্বাচনে জয়ী হয়েছেন ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এরপরই সাংবাদিক বৈঠকে নিজের জুতোজোড়া তুলে রেখে অবসর ঘোষণা করেন সাক্ষী মালিক। শুক্রবার পদ্মশ্রী ফেরানোর বার্তা দিলেন আরেক কুস্তিগির বজরং পুনিয়া।