বাকি ১১ দিন। আর এই ১১ দিনে ব্যাঙ্ক খোলা থাকবে মাত্র ২ দিন। কারণ দীপাবলী শেষ হলেই রয়েছে ছট পুজো। শুক্রবার থেকে ব্যাঙ্কগুলি টানা কয়েকদিন বন্ধ থাকবে। ১১ দিনের মধ্যে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ৮ দিনের মধ্যে ৪ দিন দেশের প্রায় সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি, ছুটিগুলি থাকবে রাজ্যের উৎসবের ভিত্তিতে।
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখুন সেই তালিকা
২২ অক্টোবর - চতুর্থ শনিবার
২৩ অক্টোবর - রবিবার। সাপ্তাহিক ছুটি
২৪ অক্টোবর - কালী পুজো/ দীপাবলী/ নরক চতুর্দশী) (গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল ছাড়া সারা দেশের সব দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে)
২৫ অক্টোবর - লক্ষ্মী পুজো/ দীপাবলী/ গোবর্ধন পুজো) (গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুরে ছুটি)
২৬ অক্টোবর – গোবর্ধন পুজো/বিক্রম সম্বত নববর্ষের দিন/ভাই ফোঁটা/দীপাবলি (বালি প্রতিপদ)/লক্ষ্মী পুজো (আমদাবাদ, দেরাদুন, বেঙ্গালুরু, জম্মু, কানপুর, গ্যাংটক, লখনউ, মুম্বই, নাগপুর, সিমলা এই সব রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে)
২৭ অক্টোবর – ভাই দুজ / চিত্রগুপ্ত জয়ন্তী / লক্ষ্মী পুজো / দীপাবলী / নিঙ্গোল চাক্কুবা ( শুধুমাত্র গ্যাংটক, কানপুর, ইম্ফল, লখনউ-এর ব্যাঙ্কগুলিতে ছুটি)
৩০অক্টোবর - রবিবার সাপ্তাহিক ছুটি
৩১অক্টোবর – সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন / সূর্য ষষ্ঠী দালা ছট / ছট পুজো ( এই উপলক্ষে আহমদাবাদ, রাঁচি ও পাটনায় বন্ধ থাকবে ব্যাঙ্ক)
যদিও, মাসের ১১ দিনের মধ্যে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও সব দিনের জন্য চালু থাকবে অনলাইন পরিষেবা। গ্রাহকরা নিজেদের ব্যঙ্কিংয়ের যাবতীয় কাজ বাড়িতে বসে অনলাইনেই সেরে ফেলতে পারবেন। চালু থাকবে এটিএম পরিষেবাও।