এবার থেকে প্রতি সপ্তাহের শনিবার বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এমনই নির্দেশিকা জারি হতে পারে শীঘ্রই। ফলে সপ্তাহে ৫ দিন করে অফিস করতে হবে ব্যাঙ্ক কর্মীদের।
বর্তমানে ২য় এবং ৪র্থ সপ্তাহের শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও মাসের বাকি শনিবার সপ্তাহের অন্য দিনের মতোই কাজ হয়। কিন্তু মাসের এবার থেকে সব শনিবারেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের এই দাবি এবার পূরণ হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ব্যাঙ্ক কর্মীদের ওই দাবি মেনে নিয়েছে। এবং তারা এই দাবি পূরণে অর্থ মন্ত্রকের কাছে আবেদনও করেছেন।
Read More- অগাস্টে ১৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে ছুটি, দেখে নিন একনজরে
অর্থ মন্ত্রক থেকে এবিষয়ে সবুজ সংকেত পেলেই আর কোনও বাধা থাকবে না বলেই মনে করা হচ্ছে। এর ফলে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম সোমবার থেকে শুক্রবার পর্যন্তই হবে। শনি এবং রবিবার পুরোপুরি ছুটি পাবেন কর্মীরা। তবে এক্ষেত্রে সপ্তাহের কর্ম দিবসের সময় বৃদ্ধি করা হতে পারে। নির্দিষ্ট সময়ের পরেও ৪৫ মিনিট অতিরিক্ত কাজ করতে হতে পারে সব ব্যাঙ্ক কর্মীদের।