গত আটচল্লিশ ঘণ্টা আগেই একটা চাঞ্চল্য়কর রিপোর্ট জমা দিয়েছিল ইডি। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, দেশের মধ্য়ে থেকে হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে। হামলা করতে পারে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই। ইডির এই রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার ফের একদফায় আট রাজ্য়ে পিএফআইয়ের বিরুদ্ধে অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। সূত্রের খবর, এই দফাতেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে নথিও।
সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগ রয়েছে পিএফআইয়ের বিরুদ্ধে। এই অভিযোগ নতুন নয়, দীর্ঘদিনের। দিন কয়েক শান্ত থাকার পর এ মাসের ২২ তারিখে প্রথম অভিযান চালায় এনআইএ। দেশের ১৫টি রাজ্য থেকে গ্রেফতার করা হয় শতাধিক পিএফআই সদস্যকে। এদিনও নতুন করে অভিযানে দুশোর বেশি সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এনআইএ-এর অভিযান ঘিরে রাজধানী দিল্লিকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিশেষকরে রোহিনী, নিজামুদ্দিন, জামিয়া মিলিয়া সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। শাহিনবাগে মোতায়েন আছে আধা সেনা।
২০০৬ সালে তৈরি হয়েছিল পিএফআই। মূলত প্রান্তিক সম্প্রদায়ভুক্তদের কথাই তারা বলত বলে দাবি। কিন্তু অভিযোগ, মৌলবাদে মদত এবং সন্ত্রাসে পয়সা ঢালা। বিভিন্ন হিংসায় মদত দেওয়ারও অভিযোগ রয়েছে। যদিও এই সংগঠনটি এখনও নিষিদ্ধ নয়।