আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে নেই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য় রজার বিনি। জানিয়েছেন, আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার যে বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় দল, তাঁদের সঙ্গে একমত নন তিনি।
রজার বিন্নী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। ওই বোর্ডের সচিব পদে রয়েছেন অমিত পুত্র জয় শাহ। ফলে অনেকেই মনে করছেন, বিনির পক্ষে কুস্তিগীরদের পাশে থাকা কঠিন।
এবিষয়ে সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাতকারে বিনি বলেন, "কুস্তিগীরদের সমস্য়া সমাধানের লক্ষ্য়ে কাজ করছেন আধিকারিকরা। আমি তাঁদের পাশে থাকার কোনও বার্তা দিইনি। খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা উচিত নয়।"
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। ওই দলের সদস্য় ছিলেন রজার বিন্নী। এছাড়াও ছিলেন, বলবিন্দর সিং, সন্দীপ প্যাটেল মদন লাল প্রমূখ। আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন সকলেই। কিন্তু ওই বার্তার সঙ্গে সহমত নন বিনি।