রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই রেলের সমালোচনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত চেয়ে মমতা দাবি, নিশ্চয়ই এর পিছনে কিছু একটা রয়েছে। এদিন বালেশ্বরে গিয়ে সরাসরি তিনি দেখা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। প্রশ্ন করেন মৃত্যু সংখ্যা নিয়েও। রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই প্রশ্ন তোলেন রেলের সম্বন্বয় নিয়ে। অভিযোগ করেন, রেলের এখনও অনেক গাফিলতি রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন বলেই দাবি করেন তৃণমূল নেত্রী। এরআগেই অবশ্য এই দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছিল তৃণমূল কংগ্রেস।
এরআগে, হেলিকপ্টারে বালেশ্বর যান মমতা। শুক্রবারই দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ইতিমধ্যে রাজ্যের সহয়তায় ধীরে ধীরে বাংলায় ফিরছেন ট্রেন দুর্ঘটনায় আহতরা। কলকাতার বিভিন্ন হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। দেহ ফিরছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও। যেখানে এক পরিবারের তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।