অতিমারী আবহে স্কুল খোলা (Schools reopening) নিয়ে সাবধানী রাজ্য। পড়ুয়াদের সকলে করোনা টিকা পায়নি। যারা পেয়েছে তাদের ভ্যাকসিনের পরও ১৫- ২০ দিন নজরে রাখতে হয়। তাই স্কুল খুলতে দেরি হচ্ছে। স্কুল খোলায় আগ্রহী রাজ্যও। হাইকোর্টে (Calcutta Highcourt) জানাল পশ্চিমবঙ্গ সরকার। স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় চাওয়া হয় রাজ্যের পক্ষ থেকে। এই সংক্রান্ত পরবর্তী শুনানি ১৪ ফ্রেবরুয়ারি ।
অন্য দিকে রাজ্যে স্কুল খোলার দাবিতে বিক্ষোভ সব বিরোধী রাজনৈতিক দলগুলি। পথে নেমেছে এসএফআই, ছাত্র পরিষদ এবং এবিভিপি। স্কুল খোলার দাবিতে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।
দেশের সব রাজ্যে স্কুল খোলা নিয়ে অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, কী ব্যবস্থা নিয়ে স্কুল খোলা যেতে পারে সে বিষয়ে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের কাছে পরামর্শ চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।তবে কীভাবে, কবে থেকে স্কুল খোলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির ওপরই ছাড়ার পক্ষপাতী কেন্দ্র, এমনটাই সূত্রের খবর।