ইউটিউবে ভিডিও (Youtube) দেখে গর্ভপাতের (Abortion) চেষ্টা নাবালিকার। মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) ১৭ বছরের নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছিল। ইউটিউব ভিডিও দেখে গর্ভপাতের চেষ্টা করে ওই নাবালিকা।
ছ' মাস ধরে ২৭ বছরের প্রেমিকের সঙ্গে একসঙ্গে থাকত ওই কিশোরী। প্রেমিককে গর্ভবতী হওয়ার খবর দিতেই কিশোরীকে গর্ভাপাতের জন্য নানা ওষুধ দেয় প্রেমিক। কাজ না হওয়ায় ভয় পেয়ে নাবালিকা ইউটিউব ভিডিও দেখে গর্ভস্থ সন্তানকে নষ্ট করার নানা উপায় খুঁজতে থাকে।
বিশেষ একটি ভিডিও দেখে একটি ওষুধের (Medicine) কথা জানতে পেরে তা খায় নাবালিকা। তারপরই তার শারীরিক অবস্থাড় অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। আপাতত আগের থেকে সুস্থ আছে সে।
নাবালিকার প্রেমিককে পকসো (Protection of Children from Sexual Offenses Act) আইনে আটক করা হয়েছে।