করোনা পরিস্থিতিতে বিগত প্রায় দু'বছরে পঠন পাঠনের বেশ বড় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন ক্লাস (Online Class)। ভবিষ্যতে ভার্চুয়াল মাধ্যমকে আরও ব্যবহার করে শিক্ষার প্রসারের কথা ভাবছে কেন্দ্র। ২০২২ এর সাধারণ বাজেট প্রসাবে (Budget proposal) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা থেকে তা স্পষ্ট।
দেশে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় (Digital University) গড়ার উদ্যোগ নেবে সরকার, জানালেন নির্মলা। একই সঙ্গে তিনি জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য টিভি চ্যানেল তৈরি করবে কেন্দ্র। 'প্রধানমন্ত্রী ই-বিদ্যা' (Pradhanmantri E vidya) নামের ওই প্রকল্পে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দু’শোর বেশি টিভি চ্যানেল তৈরি হবে। এই সব চ্যানেলগুলি দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভাষার পড়ুয়াদের লেখাপড়ায় বড় সাহায্য করবে, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
মানসিক স্বাস্থ্যের উন্নতিতে টেলি মেন্টাল হেলথ সেন্টারের প্রস্তাব
শিক্ষাক্ষেত্রের আরও উন্নয়নের লক্ষ্যে দেশে দু’লাখ অঙ্গনওয়ারি কেন্দ্র গড়ে তোলা হবে বলে ঘোষণা হল বাজেটে। এ ছাড়া লেহ–তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি এবং দেশে একটি উচ্চশিক্ষা কমিশন (Higher Education Commission) গঠনের ঘোষণা করলেন নির্মলা সীতারামন। প্রায় ১০০টি নতুন সৈনিক এবং আদিবাসী এলাকায় ৭৫৮টি একলব্য স্কুল খোলার প্রস্তাবো রাখা হয়েছে।