বাংলার তরুণীকে কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। গুরুগ্রামের চক্করপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি গুরুগ্রামের সেক্টর ২৯ থানা।
জানা গিয়েছে, বছরখানেক আগে কাজের সন্ধানে গুরুগ্রামে যান ওই তরুণী। তরুণীর অভিযোগ, কাজ পাইয়ে দেওয়ার নামে সেখানে তাঁকে পাঁচজন মিলে লাগাতার যৌন নির্যাতন করে। এমনকি, তাঁকে যৌনপল্লীতে বেচে দেওয়ার চেষ্টাও করা হয়। এই ঘটনা সম্পর্কে পুলিশকে কিছু জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- CPIM: পঞ্চায়েতের আগে শাসনে সিপিএমে যোগ ৪০০ তৃণমূলকর্মীর, ১২ বছর পর খুলল দলীয় কার্যালয়