দু'দিন ধরে ছেলের পাশেই পড়ে রইল মায়ের মৃতদেহ। কিন্তু মায়ের মৃত্যু সম্পর্কে ঘূণাক্ষরেও টের পেল না ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃত মহিলা আন্নাম্মা পেশায় পরিচারিকা বলেই খবর। পুলিশ সূত্রে খবর, রক্তচাপ এবং সুগারের সমস্যা ছিল ওই মহিলার। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ঘুমের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়। কিন্তু মা ঘুমোচ্ছে ভেবে দু’দিন ধরে স্বাভাবিক জীবন কাটিয়েছে ওই কিশোর।
দু'দিন পর ওই কিশোর প্রতিবেশীদের জানায়, মা রাগ করে তাঁর সঙ্গে কথা বলছেন না। এরপরেই প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা বাড়ি এসে দেখেন বিছানাতেই মরে পড়ে রয়েছেন ওই মহিলা। অল্প পচনও ধরেছে দেহে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মহিলার মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্বের লক্ষণ মেলেনি বলেই খবর।
আরও পড়ুন- West Bengal Weather Update: মার্চ থেকেই রাজ্যে চড়ছে পারদ, প্রবল দাবদাহের আশঙ্কায় বঙ্গবাসী