Joe Biden arrives in Delhi : G 20 সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধে ৭টার কিছু আগে তাঁর বিশেষ বিমান দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। যুদ্ধবিমান কেনা, ৫ এবং ৬জি প্রযুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
জো বাইডেনের সঙ্গে ভারতে এসেছেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্য়াডভাইসর জ্যাক সুলিভান, ডেপুটি চিফ অফ স্টাফ, জেন ও মেলে ডিলন এবং ডিরেক্টর অফ ওভাল অফিস অপারেশন অ্য়ানি টমাসিনি।
Read More- নিজেকে 'ভারতের জামাই' বলে উল্লেখ, জি-২০ সম্মেলনে যোগ দিতে এলেন ঋষি সুনক
এদিকে আমেরিকা থেকে রওনার আগেই নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন জো বাইডেন। সেখানে তিনি লেখেন, "যতবার আমরা (G20) একত্রিত হই, ততবারই আরও উন্নতি করি"। "আমি জি-২০ সম্মেলনে যোগ দিতে যাচ্ছি। যা, আন্তর্জাতিক অর্থনৈতিক সৌহার্দ্যের প্রধানতম পরিসর... মার্কিন নাগরিকদের অগ্রগতি, উন্নয়নশীল দেশগুলির জন্য সহায়তা প্রদান করতে পারে এমন একটি ফোরাম হিসাবে জি-২০-এর প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ।"