ডিপ ফেক নিয়ে এবার সচেতন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সমস্যার কথাও তিনি তুলে ধরেন।
শুক্রবার BJP -র সদর দফতরে দীপাবলির মিলন অনুষ্ঠান পালন করা হয়। সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ডিপ ফেক নিয়ে মুখ খোলেন তিনি। এই বিষয়টি নিয়ে আরও সচেতন করার জন্য সাংবাদিকদের উদ্যোগী হতে বলেন। পাশাপাশি ChatGPT টিমকে কন্টেন্টে ডিপফেক সতর্কতা দিতে বলা হয়েছে।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আমি সেদিন দেখলাম একটি ভিডিওতে আমি গান গাইছি।" যদিও পুরো বিষয়টি ভুয়ো বলে জানিয়েছেন তিনি। এমন অনেক ভিডিও অনলাইনে রয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
সম্প্রতি রশ্মিকা মান্দানার একটি ডিপ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এবার ওই একই বিষয় নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।