বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে রয়েছে বিরোধী জোট মঞ্চ INDIA-র বৈঠক। কিন্তু ওই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে একপ্রকার জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই বৈঠকে সম্ভবত থাকবেন না বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সূত্রের খবর, তাঁরা না থাকলেও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন ওই বৈঠকে।
INDIA জোটের বৈঠক নিয়ে যে সমন্বয়ের অভাব রয়েছে তা প্রথম দিন থেকেই স্পষ্ট। চার রাজ্যে ভোটের ফল প্রকাশের দিনেই বৈঠকের দিন ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খড়গের বাসভবনেই ওই বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকের বিষয়ে আগে থেকে কোনও আলোচনা হয়নি বলে জানয়েছেন অনেকেই।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৈঠক নিয়ে তাঁর কাছে কোনও আমন্ত্রণ আসেনি। ওই দিন উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে তাঁর। ফলে তিনি ওই বৈঠকে থাকতে পারবেন না।