বুকের উপর চেপে বসা পাহাড় সরে গিয়েছে। তিনি আবারও নিঃশ্বাস নিতে পারছেন৷ উপলব্ধি করতে পারছেন ন্যায়বিচার পাওয়ার অনুভূতি ঠিক কেমন হয়। সুপ্রিম কোর্টে বড় জয় পাওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিলকিস বানো।
২০০২ সালের গুজরাট দাঙ্গায় বিলকিসকে ধর্ষণ এবং তাঁর পরিবারের ৭ সদস্যকে হত্যায় দোষী সাব্যস্ত ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু ১১ বছর জেল খাটার পর তাদের সাজা কমিয়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। এর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস। সুপ্রিম কোর্ট সাজা কমানোর সিদ্ধান্ত খারিজ করে ওই ১১ জনকে দু'সপ্তাহের মধ্যে ফের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে।
Ranveer Singh: লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট! তড়িঘড়ি ডিলিট করলেন রণভির সিং
তাঁর আইনজীবী শোভা গুপ্তার মাধ্যমে বিবৃতি দিয়ে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন বিলকিস৷ তিনি বলেছেন, প্রকৃত অর্থেই তাঁর জন্য একটা নতুন বছর শুরু হল।
বিলকিস বলেছেন, "আমি চোখের জল মুছছি৷ এই অশ্রু স্বস্তির। দেড় বছর পর এই প্রথম আমি হাসলাম৷ আমি সন্তানদের জড়িয়ে ধরছি। মনে হচ্ছে আমার বুকের উপর চেপে বসা পাহাড়টা যেন সরিয়ে দেওয়া হয়েছে। আমি আবার প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছি।"