মাঝ আকাশে আচমকা আবহাওয়ার পরিবর্তনেই দুর্ঘটনা কবলে পড়ে সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার। তিন বাহিনীর উদ্যোগে হওয়া তদন্ত রিপোর্ট বলছে তেমনটাই। হঠাৎ করে মেঘ ও কুয়াশার চাদরে ঢুকে পড়ে কপ্টারটি। কার্যত সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন পাইলট। তিনি দিশেহারা হয়ে বুঝতে পারেননি কী করা উচিত। সোজা গিয়ে ধাক্কা মারেন পাহাড়ে।
অর্থাৎ দুর্ঘটনার কারণ হিসেবে ষড়যন্ত্র, যান্ত্রিক ত্রুটি এবং পাইলটের অবহেলার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে কার্যত।
গত ৮ ডিসেম্বরের ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যু হয় কপ্টার দুর্ঘটনায়। তামিলনাড়ুর কুন্নুরের কাছে ওই দুর্ঘটনায় ভেঙে পড়ে কপ্টার।