বিহারের পর কি এবার ঝাড়খণ্ড ? লোকসভা ভোটের আগেই কী বাংলার পড়শি রাজ্যে অপারেশন পদ্ম ? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে ইডির তল্লাশির ঘটনায় এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের। এরমধ্যেই হেমন্তকে পলাতক বলে অভিযোগ করলেন ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি। যদিও বাবুলালে এই দাবিকে খারিজ করেছে JMM ।
জমি দুর্নীতি মামলায় সোমবার ঝাড়খণ্ডের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। তার আগেই দিল্লি থেকে পালিয়ে যান হেমন্ত সোরেন। এমনটাই অভিযোগ বিজেপি নেতা বাবুলাল মারান্ডির। তাঁর অভিযোগ ইডি আসার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন হেমন্ত। পাল্লটা জেএমএম জানিয়েছে, রাঁচিতেই রয়েছেন তাদের নেতা।
এই টানাপোড়েনের মধ্যেই হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশিতে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। রাঁচিতে ৭.১৬ একর জমির মামলায় এরআগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নয় বার সমন করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কোনও সমনেই সাড়া দেননি হেমন্ত। তাই সোমবার তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।