বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP President JP Nadda) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। রবিবার আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে কিছু টুইট সামনে আসে। ইউক্রেন (Ukraine) ও ক্রিপটোকারেন্সি (Cryptocurrency) নিয়ে টুইট করতে দেখা যায়। পরে নিজেই টুইটারে জানান, তাঁর অ্যাকাউন্ট হ্যাক (Account Hacked)করা হয়েছে।
বিজেপির এক নেতা জানান, "এখন সব নিয়ন্ত্রণে আছে। বিষয়টি নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।" জেপি নাড্ডার অ্যাকাউন্ট থেকে ইউক্রেনকে সাহায্য প্রসঙ্গে একটি টুইট করা হয়। আরও একটি টুইটে রাশিয়াকে সাহায্য করার কথাও বলা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার কথাও বলা হয় তাঁর একটি টুইটে ।
আরও পড়ুন: ইউক্রেনে আটকে থাকা ২৫০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরাল এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমান
গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টও হ্যাকড করা হয়। বিটকয়েন নিয়ে পোস্ট করা হয় প্রধানমন্ত্রীর টুইট থেকে। একই ভাবে হ্যাক করা হয়েছিল সরকারি টুইটার অ্যাকাউন্টও।