ক্রিকেট ছেড়ে কী এবার সরাসরি নির্বাচনের বাইশ গজে মহম্মদ শামি ? দিল্লির রাজনীতির ময়দানে ফের গুঞ্জন এই নামকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসন্ন লোকসভা ভোটে বাংলা থেকে ভারতীয় স্পিডস্টারকে প্রার্থী করতে পারে বিজেপি। সম্ভাব্য কেন্দ্র হিসাবে উঠে আসছে বসিরহাটের নাম। সন্দেশখালি পরবর্তী সময়ে বাংলার এই কেন্দ্রে এখন সবার নজরে।
মহম্মদ শামি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। বোর্ডের এই ঘোষণার পর থেকে শামির নামকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। ইতিমধ্যেই যুবরাজ সিং, ঝুলন গোস্বামীরা বিজেপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম গম্ভীর।
এবারের লোকসভা ভোটে বাংলায় প্রাক্তন দুই বিশ্বজয়ীকে প্রার্থী করেছে তৃণমূল। বহরমপুর থেকে প্রার্থী দু বারের বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান। আর বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী কীর্তি আজাদ। ফলে শামির নাম ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে।