Assembly Result 2024 : হিন্দি হার্টল্যান্ড হরিয়ানায় রিভার্স সুইপ বিজেপির, রাহুলের হাত শক্ত করল উপত্যকা

Updated : Oct 08, 2024 14:10
|
Editorji News Desk

হিন্দি হার্টল্যান্ড হরিয়ানার ভোটের খেলা ঘুরিয়ে দিল বিজেপি। যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে কার্যত ভুল প্রমাণ করে উত্তরের এই রাজ্যে তৃতীয়বার সরকার গঠনের পথে পদ্ম শিবির। হরিয়ানার মানুষের মন জিতলেও, জম্মু-কাশ্মীরে তখতে বসতে কার্যত ব্যর্থ হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। উপত্যকার ৯০ আসনের মধ্যে কংগ্রেস জোট এগিয়ে ৫৩ আসনে। রাজ্যে সরকার তৈরিতে ম্যাজিক ফিগার ৪৬। 

তবে, মঙ্গলবারের দুটি রাজ্যে বিধানসভার ফল বিশ্লেষণ করে রাজনৈতিক মহলের দাবি, সাম্প্রতিক সময়ে ভারতীয় রাজনীতিতে চমক হয়ে রইল হরিয়ানা। কারণ, অধিকাংশ সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল এবার চণ্ডীগড়ের মসনদ থেকে পদ্মের পতন শুধু সময়ের অপেক্ষা। 

দিনটাও শুরু হয়েছিল সেই ভাবে। রাজ্যের প্রতিটি কোণ থেকে কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার খবর মিলছিল। লোকসভা ভোটের পর হরিয়ানা নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ২৪ আকবর রোডের নেতারা। কিন্তু বেলা ১০টা বাজতেই রাজ্যের সমীকরণ ঘুরে গেল একেবারে ১৮০ ডিগ্রি। 

কোথায় ঘুরল সমীকরণ ? 

রাজনৈতিক মহলের দাবি, মূলত কৃষিপ্রধান অঞ্চলে ইভিএম খুলতেই হরিয়ানায় ফের পদ্ম ফুটতে শুরু করল। তার আগে পর্যন্ত পঞ্জাব ঘেঁষা হরিয়ানায় দাপট দেখাচ্ছিল কংগ্রেসই। যদিও হরিয়ানার কংগ্রেস নেত্রী কুমারী শৈলজা দাবি করেছেন, রাজ্যে সরকার গঠনে তাঁর দল এখনও হাল ছাড়ছে না। তবে, সেই আশা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে কিন্তু বুথ ফেরত সমীক্ষাকে পাল্টে দিল কংগ্রেস। স্বাধীনতার পর থেকেই এই রাজ্যকে নানা ভাবে বিড়ম্বণার মধ্যে পড়তে হয়েছে ভারতীয় রাজনীতির শতাব্দী প্রাচীন এই দলকে। কিন্তু বিশেষ ক্ষমতা হারানোর পর প্রথম ভোটে উপত্যকা কিন্তু রাহুল গান্ধীর হাতকেই শক্ত করল। সময়মতো ন্যাশানল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের জোটও কাজে দিল বলে দাবি রাজনৈতিক মহলের। 

Election 2024

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে