হিন্দি হার্টল্যান্ড হরিয়ানার ভোটের খেলা ঘুরিয়ে দিল বিজেপি। যাবতীয় বুথ ফেরত সমীক্ষাকে কার্যত ভুল প্রমাণ করে উত্তরের এই রাজ্যে তৃতীয়বার সরকার গঠনের পথে পদ্ম শিবির। হরিয়ানার মানুষের মন জিতলেও, জম্মু-কাশ্মীরে তখতে বসতে কার্যত ব্যর্থ হলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। উপত্যকার ৯০ আসনের মধ্যে কংগ্রেস জোট এগিয়ে ৫৩ আসনে। রাজ্যে সরকার তৈরিতে ম্যাজিক ফিগার ৪৬।
তবে, মঙ্গলবারের দুটি রাজ্যে বিধানসভার ফল বিশ্লেষণ করে রাজনৈতিক মহলের দাবি, সাম্প্রতিক সময়ে ভারতীয় রাজনীতিতে চমক হয়ে রইল হরিয়ানা। কারণ, অধিকাংশ সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল এবার চণ্ডীগড়ের মসনদ থেকে পদ্মের পতন শুধু সময়ের অপেক্ষা।
দিনটাও শুরু হয়েছিল সেই ভাবে। রাজ্যের প্রতিটি কোণ থেকে কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার খবর মিলছিল। লোকসভা ভোটের পর হরিয়ানা নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ২৪ আকবর রোডের নেতারা। কিন্তু বেলা ১০টা বাজতেই রাজ্যের সমীকরণ ঘুরে গেল একেবারে ১৮০ ডিগ্রি।
কোথায় ঘুরল সমীকরণ ?
রাজনৈতিক মহলের দাবি, মূলত কৃষিপ্রধান অঞ্চলে ইভিএম খুলতেই হরিয়ানায় ফের পদ্ম ফুটতে শুরু করল। তার আগে পর্যন্ত পঞ্জাব ঘেঁষা হরিয়ানায় দাপট দেখাচ্ছিল কংগ্রেসই। যদিও হরিয়ানার কংগ্রেস নেত্রী কুমারী শৈলজা দাবি করেছেন, রাজ্যে সরকার গঠনে তাঁর দল এখনও হাল ছাড়ছে না। তবে, সেই আশা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরে কিন্তু বুথ ফেরত সমীক্ষাকে পাল্টে দিল কংগ্রেস। স্বাধীনতার পর থেকেই এই রাজ্যকে নানা ভাবে বিড়ম্বণার মধ্যে পড়তে হয়েছে ভারতীয় রাজনীতির শতাব্দী প্রাচীন এই দলকে। কিন্তু বিশেষ ক্ষমতা হারানোর পর প্রথম ভোটে উপত্যকা কিন্তু রাহুল গান্ধীর হাতকেই শক্ত করল। সময়মতো ন্যাশানল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের জোটও কাজে দিল বলে দাবি রাজনৈতিক মহলের।