অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বিস্ফোরণ । রবিবার সকালে কেঁপে উঠল কেরলের এর্নাকুলাম এলাকা । ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে । জখম একাধিক । এর্নাকুলামের কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, রবিবার সকালে ওই কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান চলছিল । হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা । একবার নয়, তিনবার বিস্ফোরণ হয় । সেরকমই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা । খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে পুলিশ । বম্ব স্কোয়াডও ঘটনাস্থলে রয়েছে । একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । প্রায় ২০ জন জখম হয়েছেন । তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে । সেইসময় ওই কনভেনশন সেন্টারে প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন বলে খবর ।