কেন্দ্রের শিক্ষানীতিতে বড় পরিবর্তন। বছরের দুবার হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। পাঠক্রমে দুটি ভাষা থাকতে হবে। তার মধ্যে একটি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এই নয়া শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠক্রমেরও বদল হবে।
বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণি নিয়ে শিক্ষা মন্ত্রক জানিয়েছে, বিষয়ের বোধগম্যতার উপর জোর দেওয়া হবে। দাবি করা হয়েছে, এর ফলে কোচিং নির্ভরতা কমবে। মুখস্থবিদ্যার প্রবণতাও কমবে। বোর্ড পরীক্ষা বছরের দুবার করলে পড়ুয়াদের উৎকর্ষ বাড়বে। এমনই মনে করছে শিক্ষামন্ত্রক।
জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে পাঠক্রমে বদলের কথা আগেই জানায় কেন্দ্র। পাঠক্রম থেকে গণতন্ত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া হয়। বাদ গিয়েছে বিজ্ঞানের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ও। এর মধ্যে পর্যায় সারণি, শক্তির উৎসের মতো প্রয়োজনীয় বিষয় বাদ গিয়েছে। ইতিহাস থেকে বাদ গেছে মোঘল যুগ।