বম্বে হাইকোর্টের (Bombay High Court) রায়ে সাময়িক স্বস্তি । ICICI ব্য়াঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার (Chanda Kochhar) এবং তাঁর স্বামী দীপক কোচারকে জেল থেকে ছাড়ার নির্দেশ দিল হাইকোর্ট । আদালতের তরফে জানানো হয়েছে,তাঁদের আইন মেনে গ্রেফতার করেনি সিবিআই (CBI) । তাই, কোটি কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত চন্দা ও তাঁর স্বামীকে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্ত করার অনুমতি দিল বোম্বে হাইকোর্ট ।
উল্লেখ্য, চন্দা কোচর ও তাঁর স্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে ৩,২৫০ কোটির ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে । সিবিআইয়ের অভিযোগ, ৪ বছর আগে বেণুগোপাল ধুতের ভিডিয়োকন গোষ্ঠীকে ওই বিপুল পরিমাণ অর্থ বেআইনি ভাবে ঋণ পাইয়ে দিয়েছিলেন তাঁরা । এর জন্য ICICI ব্যাঙ্কের নিয়মনীতি ভেঙেছিলেন চন্দা । চন্দার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে সিবিআই। পাশাপাশি,সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে চন্দা, দীপক-সহ বেণুগোপালের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা রুজু করে ইডি । সেই মামলার ভিত্তিতে আগেই দীপককে গ্রেফতার করেছিল ইডি ।
আরও পড়ুন, Narendra Modi : কেমন হবে পরীক্ষা ? কী থাকবে সাজেশনে ? সরস্বতী পুজোর পর দিন মোদীর ক্লাসে পড়ুয়ারা
অন্যদিকে, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিয়োকনের মালিক বেণুগোপাল ধুত সিবিআই হেফাজতে রয়েছেন ।